ফাইল ফটো (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লি: সোমালিয়ায় গিয়ে সিনেমার মতো জলদুস্যদের হাতে আটক ১৫ জন ভারতীয়-সহ এমভি লীলা নোরফ্লোকের (MV Lila Norfolk) সমস্ত নাবিককে উদ্ধার করলেন ভারতীয় রণতরী এএনএস চেন্নাইয়ের (Indian naval warship INS Chennai) ভারতীয় নৌ সেনার কমান্ডোরা। ভারতীয় সেনা সূত্রে একথা জানানো হয়েছে এএনআইকে। আরও পড়ুন: Bharat Ki Beti: 'স্লাম গার্ল'-এর পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করে কী বললেন 'ভারত কি বেটি' ক্যাপ্টেন জোয়া আগরওয়াল, দেখুন ভিডিয়ো

তাদের তরফে জানানো হয়েছে, ছিনতাইকৃত জাহাজ MV Lila Norfolk-এর জাহাজে থাকা ১৫ জন ভারতীয় সহ সকল নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর মেরিন কমান্ডোরা (Indian Navy Marine Commandos ) জাহাজের অন্যান্য অংশে স্যানিটাইজেশন অপারেশন চালাচ্ছে।

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই সোমালিয়া উপকূলে হাইজ্যাক হওয়া জাহাজ এমভি লিলা নরফোকে পৌঁছেছে। ভারতীয় যুদ্ধজাহাজ হেলিকপ্টারের সাহায্যে জলদস্যুদের ছিনতাই হওয়া জাহাজটি পরিত্যাগ করার জন্য সতর্কতা জারি করেছে। বোর্ডে থাকা ভারতীয় নাবিকরা নিরাপদ রয়েছেন। মেরিন কমান্ডো মার্কস অপারেশনের জন্য প্রস্তুত। হাইজ্যাক হওয়া জাহাজ এমভি লিলা নরফোকের শীর্ষ ডেক ভারতীয় নৌবাহিনীর মেরিন কমান্ডোদের দ্বারা স্যানিটাইজ করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর সদর দপ্তর এই সমুদ্রে অভিযানের উপর কড়া নজর রাখছে। আরও পড়ুন: National Birds Day 2023: গোটা বাড়িকেই পাখিরালয় বানিয়েছেন ভুবনেশ্বরের পাখিপ্রেমী, দেখুন ভিডিয়ো