Photo Credits: ANI

ভুবনেশ্বর: পশুপাখি ও প্রকৃতিকে ভালোবাসেন পৃথিবীর বেশিরভাগ মানুষই। কিন্তু, নিজের গোটা বাড়িটাকেই (residence) পাখিরালয় (aviary) বানিয়ে ফেলেছেন ওড়িশার (Odisha) রাজধানী ভুবনেশ্বরের (Bhubaneswar) পশুপ্রেমী (aviculturist) ও পাখিপ্রেমী (bird lover) শ্যামসুন্দর মিশ্র (Shyam Sundar Mishra)।

শুক্রবার জাতীয় পাখি দিবসে (National Birds Day) এএনআইয়ের সাংবাদিকের মুখোমুখি হয়ে জানালেন নিজের এই ধরনের কাজের কারণ। ঘুরে দেখালেন গোটা বাড়িতে থাকা বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর পাখি। যার ভিডিয়ো পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে। আরও পড়ুন: Top-Searched Keyword: মোদির লাক্ষাদ্বীপ সফরের পর দ্বিতীয় দিনেও গুগল সার্চে শীর্ষে

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে পাখিপ্রেমী শ্যামসুন্দর মিশ্র বলেন, "আপনি যে পাখিটি পছন্দ করেন তারা কীভাবে বাস করে, তাদের খাদ্য, তাদের কী ধরনের স্থান প্রয়োজন সবই আজ ইন্টারনেটের মাধ্যমে জানা যায়। প্রথমে তথ্য সংগ্রহ করুন এবং শুধুমাত্র তারপরই তাদের পোষা প্রাণী হিসেবে বাড়িতে রাখুন। সঠিক জ্ঞান (knowledge) ছাড়া ওদের রাখলে পাখি বা তার মালিক কেউই খুশি হবে না।"

তিনি আরও বলেন, "আমার কাছে ৪৫ প্রজাতির (species) পাখি আছে। এখানে প্রায় ৭৫ জোড়া পাখি আছে। ওই পাখিদের তাদের পছন্দ মতো খাবারই দেওয়া হয়।" আরও পড়ুন: INS Chennai Reached Somalia Coast: জলদস্যুদের কবল থেকে ভারতীয়দের ফেরাতে সোমালিয়া উপকূলে পৌঁছল ভারতের রণতরী, তৈরি মেরিন কমান্ডো MARCOS

দেখুন ভিডিয়ো: