Photo Credits: ANI

মুম্বই: বসতির একটি মেয়ের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করলেন সফল হওয়া আরেক মেয়ে, এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন জোয়া আগরওয়াল (Air India's pilot Captain Zoya Agarwal)। মুম্বইয়ের (Mumbai) ধারাভি (Dharavi) বসতির (slum) একটি কিশোরীর ইচ্ছা ছিল আকাশে ওড়ার। কিন্তু, তার পাইলট হওয়ার স্বপ্ন (dream) পূরণ (fulfill) হতে পারছিল না অর্থের অভাবে। এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন জোয়া তা জানতে পেরে পূরণ করেছেন।

এপ্রসঙ্গে জোয়া আগরওয়াল বলেন, "সবে মাত্র শুরু। আমি সেই সমস্ত মেয়ের স্বপ্ন-কে বাস্তব বানাতে চাই, যাদের আত্মায় আগুন আছে। বিমান পরিবহন শিল্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আগামী ১৪-১৫ বছরে তা দ্বিগুণ হতে চলেছে। আমাদের মেয়েদের প্রয়োজন। আমরা আমাদের মেয়েদের নিরুৎসাহিত হতে দিতে পারি না কারণ তাদের সম্পদের অভাব রয়েছে। প্রধানমন্ত্রী মোদির ৭৫ বছরে বিকশিত ভারতের ছবি উজ্জ্বল করার স্বপ্ন, এটাই আমার বিট।" আরও পড়ুন: PM Modi In Jaipur: জয়পুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানালেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, দেখুন ছবি

নিজের স্বপ্ন পূরণ নিয়ে ধারাভির মেয়ে নাদরত বলে, "আমার মা চেয়েছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। কিন্তু, আমি বুঝতে পেরেছিলাম যে আমি একজন পাইলট হতে চাই। কিন্তু আমার প্রশিক্ষণের জন্য টাকা আমাদের কাছে ছিল না। যদিও আমি ফ্লাইং স্কুলের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমার আর্থিক ব্যাকগ্রাউন্ডের কারণে আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। যখন থেকে জোয়া আগরওয়াল প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে 'ভারত কি বেটি' (Bharat ki Beti) পুরস্কার পেয়েছেন, তখন থেকে আমি অনুভব করেছি যে তিনিই আমার গল্পটি সম্পূর্ণ করতে সাহায্য করবেন।" আরও পড়ুন: Ira Khan and Nupur Shikhare: স্যান্ডো গেঞ্জি আর শর্টসে রেজিস্ট্রির পর উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং, সপরিবারে বিমানবন্দরে নূপুর-আয়রা, দেখুন

দেখুন ভিডিয়ো: