লন্ডন, ২ জুন: করোনা (Corona Virus) বড় থাবা বসানোর পর গ্রেট ব্রিটেন (United Kingdom) এই প্রথম একটা দিন দেখল, যেখানে কারও কোভিডের কারণে মৃত্যু হল না। গত বছর মার্চ লন্ডনে করোনার প্রথম ঢেউয়ের বড় থাবা শুরু হয়। তারপর মাঝে কিছুটা দিন কমলেও, এরপর আসে বড় দ্বিতীয় ঢেউ। সেই গত বছর মার্চ থেকে সমানে রানী এলিজাবেথের দেশ মৃত্যু মিছিল চলছিলই। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, চিকিৎসা কর্মী থেকে শিক্ষকরা। সমাজের সব স্তরের, সব পেশার মানুষরা করোনায় মারা যাচ্ছিলেন। দীর্ঘ ১৫ মাস পর একটা দিন এমন এল যেখানে কোভিডে মৃত্যু হল না। এর মাঝে করোনায় ব্রিটেনে ১ লক্ষ ২৭ হাজার ৭৮২ জন মারা গিয়েছেন। ব্রিটেনে করোনায় মৃত্যুর হিসেব হয়, কোভিড রিপোর্ট পজেটিভ আসার ২৮ দিনের মধ্যে কেউ প্রাণ হারালে। আরও পড়ুন: লকডাউনের সুফল, দেশ ফের কমল সংক্রমণ
তবে মৃত্যুহীন দিনেও দৈনিক ৩ হাজার ১৬৫ জন মানুষ গ্রেট ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে করোনায় ব্রিটেনে ৪৪ লক্ষ ৯০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেন।
সফল টিকাকরণের কারণেই মৃত্যু ও সংক্রমণ রুখতে পারছে গ্রেট ব্রিটেন। ব্রিটেনে এক তৃতীয়াংশ মানুষকে অন্তত একবার টিকা দেওয়া হয়ে গিয়েছে। আগামী দুটো মাস টিকাদানের হার অনেকটা বাড়ানো হবে বলে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এদিকে, লকডাউন অনেকটাই শিথিল হয়েছে গ্রেট ব্রিটেন জুনে। তবে স্কটল্যান্ডে এখনই খুব বেশি শিথিল হচ্ছে না লকডাউন, কারণ সেখানে প্রথমবার ভারতে শনাক্ত হওয়া করোনার নতুন স্ট্রেনের সংক্রমণ বাড়ার ঘটনা সামনে এসেছে।