China Hospital (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৩ জানুয়ারি: চিন জুড়ে ঘুরে বেড়াচ্ছে ভাইরাস। কোভিড ১৯ থেকে শুরু করে ইনফ্লুয়েঞ্জা এ, একের পর এক ভাইরাসের জেরে চিনে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে বলে খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিনের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে। যেখানে চিনের হাসপাতালগুলিতে যেমন মানুষ উপচ পড়তে শুরু করে, তেমনি মর্গগুলিও ভর্তি হয়ে গিয়েছে বলে দেখা যায়। ফলে চিনে শিগগিরই লকডাউন শুরু হতে পারে বলে ফের নতুন করে আশঙ্কা ছড়াতে শুরু করে। বিশ্ব জুড়ে চিনের হাসপাতাল এবং মর্গের ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। তবে চিনে একাধিক ভাইরাস ঘুরে বেড়ালেও এই মুহূর্তে লকডাউন কিংবা জরুরি অবস্থা ঘোষণার কোনও অবকাশ নেই বলে জানা যায়।

চিনে জরুরি অবস্থা জারি না হলেও  HMPV ভাইরাস নিয়ে জল্পনা শুরু হয়েছে। HMPV ভাইরাস চিনে প্রকট মাত্রায় ছড়াচ্ছে বলে জানা যায়। HMPV এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ফলে যে কোনও মুহূর্তে এই চিনে ফের নতুন করে বিপদ বাড়তে পারে বলে অনুমান করছেন অনেকে। HMPV এর সঙ্গে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার প্রকোপও বাড়ছে। ফলে যে কোনও মুহূর্তে নতুন এই ভাইরাস চিনে হানাদারি চালাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: China: নিঃশ্বাসে বিষ; কোভিড-সহ একাধিক ভাইরাসের দাপাদাপি, ফের লকডাউনের পথে চিন?

এসবের পাশাপাশি চিনের একটি হাসপাতাল থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, হাসপাতালের ওয়েটিং রুমে বসে রয়েছেন বহু মানুষ। তাঁরা প্রত্যেকে মাস্ক পরে রয়েছেন। সেই সঙ্গে যাঁরা মাস্ক পরে রয়েছেন, তাঁদের মধ্যে থেকে অনেককেই কাশতে দেখা যায়। মাস্ক পরে থাকতে থাকতেই যাঁরা কাশছেন, তাঁরা কোন ধরনের ভাইরাসে আক্রান্ত, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।

দেখুন চিনের হাপাতালে মাস্ক পরে বসে রয়েছেন বহু মানুষ...