করোনাভাইরাস (Photo Credits: Pixabay)

কলকাতা: পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে রাজ্যে কোভিড-১৯ (Covid-19) এর কারণে প্রথম নথিভুক্ত মৃত্যু। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত সাত দিনে ৩১৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গে ৩৭২ জন করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Dengue Update Of Kolkata: বাংলায় করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, উদ্বেগ প্রকাশ কলকাতার মেয়রের

স্বাস্হ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, প্রবল শ্বাসকষ্ট নিয়ে বছর ৪৩-এর এক মহিলা কলকাতার (Kolkata) আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ জন।