কলকাতা: পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে রাজ্যে কোভিড-১৯ (Covid-19) এর কারণে প্রথম নথিভুক্ত মৃত্যু। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত সাত দিনে ৩১৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গে ৩৭২ জন করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে।
স্বাস্হ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, প্রবল শ্বাসকষ্ট নিয়ে বছর ৪৩-এর এক মহিলা কলকাতার (Kolkata) আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ জন।