কলকাতাঃ শুধু করোনাই (Corona)নয়, রাজ্যে (West Bengal)একই সঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue)। ক্রমে ছড়াচ্ছে সংক্রমণ। কলকাতার ৪টি বড় জায়গায় সবেচেয়ে বেশি ছড়িয়েছে সংক্রমণ। চলতি বছরে এখনও পর্যন্ত শহরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১০০ জন, এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। মেয়রের অবশ্য দাবি, কলকাতার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে বর্ষা আসছে। আর বর্ষার বৃষ্টিতে ডেঙ্গির প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন মেয়র। শুধু শহর কলকাতাতেই নয়, উত্তর ২৪ পরগনা, হুগলি-সহ বেশ কয়েকটি জেলায় ছড়িয়েছে ডেঙ্গি সংক্রমণ।
করোনার সঙ্গে রাজ্যে বাড়ছে ডেঙ্গি আতঙ্ক
পাশাপাশি ম্যালেরিয়াতেও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। পরিস্থিতি মোকাবিলাউ তৎপর প্রশাসন। পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কলকাতায় ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছেন ২০৪ জন। অন্যদিকে দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে তিন দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৫ জন। ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৪ জন। অন্যদিকে দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে এগিয়ে কেরল, মহারাষ্ট্র। আর এই তালিকায় দিল্লির পরই রয়েছে পশ্চিমবঙ্গের নাম।
বাংলায় করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, উদ্বেগ প্রকাশ কলকাতার মেয়রের
এ বছরে শহরে এখনো পর্যন্ত প্রায় ১০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছে। তিনি বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণেই রয়েছে, তবে লাগাতার বৃষ্টির প্রেক্ষিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। pic.twitter.com/sGeJFE3krp
— Akashvani Kolkata (@airnews_kolkata) June 3, 2025