Corona (Photo Credit: Twitter)

Corona Cases: দেশে ক্রমশ ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস (Corona Virus)। দেশের মধ্যে প্রথম তিনে ঢুকে পড়া বাংলাতেও কোভিড (Covid-19) নিয়ে আশঙ্কা রয়েছে। এরই মাঝে দেশে সক্রিয় কোভিড আক্রান্তের (Active Covid-19 Cases) সংখ্যা ৬ হাজার ১৩৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২২ মে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ছিল ২৫৭ জন। সেখান থেকে ৫০০, ১ হাজার...এভাবে বাড়তে বাড়তে এখন ৬ হাজার ছাড়িয়ে গেল দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা।

করোনায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

গত একদিনে করোনার কারণে ৬ জন মারা গিয়েছেন। দেশের মধ্যে সবচেয়ে বেশী কোভিড আক্রান্ত কেরলে। সক্রিয় আক্রান্তের বিচারে দুই ও তিন নম্বরে আছেন যথাক্রমে গুজরাট ও বাংলায়।

দেশে ক্রমশ বাড়ছে করোনার দাপট

বাংলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭১

গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতদের মধ্যে তিনজন কেরলের, দুইজন কর্ণাটক ও একজন তামিলনাড়ুর। কেরলে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৯৫০ জন। এরপরেই সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত আছেন গুজরাট (৮২২), পশ্চিমবঙ্গ (৬৯৩), দিল্লি (৬৮৬)। চলতি বছর ভারতে করোনার কারণে মোট ৬৫ জন মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৭৫৩ জন।