কলকাতা, ৩ নভেম্বর: বঙ্গবাসীর মনে প্রশ্ন উঁকি দিয়েছিল শীত (Winter) আসতে এ বছর কত দেরি হবে? সমস্ত জল্পনার নিরসন ঘটিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে নভেম্বরের (November) প্রথম সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal) হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। আর এই বৃষ্টিই শীতের আগমন ঘটাতে চলেছে। রবিবার সকাল থেকেই কলকাতায় বিরাজ করছে ঠাণ্ডা ভাব আর রোদের পরশ। যা দেখে বলাই যেতে পারে ভালো কাটবে সপ্তাহান্ত (Weekend)। বৃষ্টিহীন বছরের প্রথম শীতের দিনের আমেজ গায়ে মেখে কাটাতেই পারেন সপ্তাহ শেষের সারাটা দিন।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রবিবার সারাদিনে কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গের মানুষ সকালের দিকে শীতের আমেজ পাবেন। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়বে। শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। অন্যদিকে নিচের তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশে থাকবে। আগামী মাসের শুরুতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। তবে তা হবে হাল্কা থেকে মাঝারি রকমের। আবহাওয়া দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে (Districts) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ (Sky) থাকবে পরিষ্কার। আরও পড়ুন West Bengal Weather Update: রবিবার থেকে রাজ্যে প্রবেশ করতে পারে শীত, ইঙ্গিত হাওয়া অফিসের
Severe Cyclone over Arabian Sea to move WNW-wards till 4th and recurve thereafter. To move ENE-wards and cross Gujarat coast around midnight of 6th or early hours of 7th Nov. pic.twitter.com/JEsDnPfmPQ
— India Met. Dept. (@Indiametdept) November 3, 2019
অন্যদিকে, অতিপ্রবল ঘূর্ণিঝড় 'মহা' (MAHA) কোন প্রভাব ফেলবে না পশ্চিমবঙ্গে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। বর্তমানে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে ক্রমশ ধেয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড় (Cyclone)। ফলে বলা হচ্ছে, গুজরাত ও মহারাষ্ট্র উপকূলকে ভাসাতে পারে শক্তিশালী এই সাইক্লোন। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, শক্তি বাড়িয়ে প্রায় ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে 'মহা।' সেই কারণে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার থেকে আরও সাংঘাতিক রূপ নেবে ঘূর্ণিঝড় 'মহা।' এদিনই গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই দাপট শুরু হয় গিয়েছে গুজরাত-মহারাষ্ট্র সহ উত্তর-পশ্চিম উপকূলে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি চলছে লাক্ষাদ্বীপে। কেরলের (Kerala) উপকূলবর্তী এলাকাতেও দুর্যোগ হয়েছে। এবার ‘মহা'র হানা গুজরাত-মহারাষ্ট্রে (Gujrat-Maharastra)। মহারাষ্ট্র উপকূলেও সতর্কবার্তা জারি করা হয়েছে।