নয়াদিল্লি : আপনাকে যদি আপনার ত্বক ধরে টানতে বলা হয়, আপনি তা কতদূর প্রসারিত করতে পারবেন? হয়তো ১ ইঞ্চি, কিন্তু তাতেও আপনি অনেক ব্যথা পাবেন। তবে পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছেন যিনি তাঁর পেটের চামড়া ১৫.৮ সেন্টিমিটার পর্যন্ত টেনে নিতে পারেন। বিশ্বের সবচেয়ে নমনীয় ত্বকের বিশ্বরেকর্ড (Guinness World Record) হয়েছে এই মানুষটির নাম। আপনি ওই ব্যক্তির ত্বক টানতে দেখলে ভাববেন এটা চামড়া নাকি কাপড়! চলুন জেনে নেওয়া যাক এই অনন্য চামড়ার মানুষের বিশ্ব রেকর্ড সম্পর্কে।
বিশ্বের সবচেয়ে প্রসারিত ত্বকের বিশ্ব রেকর্ড গ্যারি টার্নারের নামে। গ্যারি টার্নার এহলারস-ড্যানলোস সিনড্রোম (ইডিএস) থাকার কারণে ত্বক প্রসারিত করার রেকর্ড করেছেন। আশ্চর্যের বিষয় হল গ্যারি যখন তার ত্বক প্রসারিত করেন, তখন তিনি কোনও ব্যথা অনুভব করেন না। গ্যারি নিজেই এ কথা জানিয়েছেন।
View this post on Instagram