পরনে জমকালো পোশাক, গা ভর্তি গয়না, ফুলের সাজে বাঁধা চুল, কাজল কালো চোখ আর ছিমছাম মেকআপ - এমন বিয়ের কনে হওয়ার স্বপ্নই তো দেখে প্রতিটা নারী। তবে নেটপাড়ায় সদ্য ছড়িয়ে পড়া এক কনের লুক, এই চেনা চিত্র থেকে ছিল বেশ খানিকটা আলাদা। সাবেকি কাজের ল্যাহেঙ্গা, ভারী গয়নায় সেজে হবু কনেকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে মণ্ডপের দিকে। সেখানেই দাঁড়িয়ে পাত্র। তবে কনের মাথায় নেই কোন চুল। হ্যাঁ, ঠিকই দেখছেন। টাক মাথাতেই বিয়ের কনে এসেছেন বিয়ে করতে। টাক মাথাতেই পড়েছেন টিকলি। সমাজমাধ্যমে হু-হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
টাক মাথার কনেকে দেখে নেটপাড়ায় নানা সমালোচনা হলেও দীর্ঘ দিনের বন্ধু থুড়ি পাত্রের চোখে তাঁর হবু স্ত্রী যেন 'বিশ্ব সুন্দরী'। তাই তো কনের বেশে কাছের বান্ধবীকে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না হবু বর।
টাক মাথার কনেঃ
View this post on Instagram
জানা যাচ্ছে, আমেরিকাবাসী ভারতীয় বংশোদ্ভূত ফ্যাশন-প্রভাবী নীহার সচদের অ্যালোপেশিয় () আক্রান্ত। এই রোগই তাঁর মাথার সমস্ত কেড়ে নিয়েছে। বিয়ের আগে বহু মানুষই তাঁকে পরামর্শ দিয়েছিলেন পরচুলা বা ‘উইগ' পরার জন্যে। কিন্তু নীহার তা করেননি। উলটে তিনি যেমন ঠিক তেমন ভাবেই দীর্ঘদিনের বন্ধুর হাত ধরে মণ্ডপে উঠতে চেয়েছিলেন নীহার।