সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ চলন্ত ট্রেনে(Train) উঠতে গিয়ে প্ল্যাটফর্মে(Platform) পড়ে গিয়েছিলেন যাত্রী। ছুটে এসে যাত্রীর প্রাণ বাঁচালেন আরপিএফ জওয়ান। ভাইরাল হল ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরি রেলওয়ে স্টেশনে। জানা গিয়েছে, স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছে লোক শক্তি এক্সপ্রেস তখন ছুটে চলন্ত ট্রেনে উঠতে যান এক যাত্রী। বেকায়দায় পা পিছিলে প্ল্যাটফর্মে পড়ে যান। ট্রেন এবং প্ল্যাটফর্মের ব্যবধানের মাঝে পরে যান ওই ব্যক্তি। বড়সড় কোনও অঘটন ঘটার আগেই হাত ধরে টেনে তুলে ওই ব্যক্তির প্রাণ বাঁচান এক কর্মরত সিআরপিএফ জওয়ান।

যাত্রীর প্রাণ বাঁচালেন কর্মরত আরপিএফ জওয়ান

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রাজেন্দ্র মাঙ্গিলাল। বয়স ৪০। মুম্বইয়ের আন্ধেরির সেভেন বাঙলোর বাসিন্দা তিনি। সময় মতো স্টেশনে পৌঁছতে না পারায় চোখের সামনে ট্রেন মিস হয়ে যাচ্ছিল তাঁর। জীবনের ঝুঁকি নিয়ে তাই চলন্ত ট্রেনেই উঠতে যান , এমনটাই জানান সংবাদমাধ্যমকে। এই গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ।

চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া যাত্রীর প্রাণ বাঁচালেন আরপিএফ জওয়ান, ভাইরাল ভিডিয়ো