আইনি গেঁড়োয় কৌতুক শিল্পী সময় রায়না (Samay Raina)। সময়ের ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট'এ (India's Got Latent) আসা এক প্রতিযোগীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। কী কারণে FIR?
সময় রায়নার জনপ্রিয় ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট'। সেখানেই আসা অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) এক প্রতিযোগীর বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হয়েছে এফআইআর। কৌতুক শো চলাকালীন সময় ওই প্রতিযোগীকে জিজ্ঞাসা কররেন, তিনি কখনও কুকুরের মাংস খেয়েছেন কিনা? জবাবে অরুণাচলের বাসিন্দা ওই প্রতিযোগী জেসি নাবাম বলেন, তিনি কখনও খাননি। কিন্তু তাঁর রাজ্যের মানুষ তা খান বলেও পালটা দাবি করেন তিনি। প্রতিযোগীর জবাব শুনেই সময় বলে বসেন, 'আমি জানি কারণ আমার বন্ধুরা এটি খায়। এমনকি তারা মাঝে মাঝে তাদের পোষ্যের মাংসও খায়'। উক্ত ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া প্রকাশ পেতেই হু-হু করে ভাইরাল হয়।
এরপরেই ওই প্রতিযোগীর বিরুদ্ধে থানার দারস্ত হন অরুণাচলেরই এক বাসিন্দা। রাজ্যবাসীকে নিয়ে 'অপমানজনক' মন্তব্যে অভিযোগ তুলে জেসি নাবামের বিরুদ্ধে দায়ের করেন এফআইআর। অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলার সেপ্পার বাসিন্দা আরমান রাম ওয়েলি বাখা ইটানগর থানায় অভিযোগটি দায়ের করেন। পুলিশ কর্তৃপক্ষের কাছে তিনি অনুরোধ করেন, এই ঘটনার বিরুদ্ধে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। যাতে অরুণাচলবাসীকে নিয়ে ভবিষ্যতে কেউ জেসি নাবামের মত কোন 'অপমানজনক' মন্তব্য না করেন।
নিজের ইউটিউব শোয়ের প্রতিযোগীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে যদিও এখনও কোন মন্তব্য করেননি সময়।