হাতি সাধারণত একটি শান্তিপ্রিয় প্রাণী, কিন্তু যখন তারা রেগে যায় তখন বাঘ সিংহও সমীহ করে চলে তাঁদের। একটি ক্ষেপে যাওয়া হাতি অনেক ঘরবাড়ি ধ্বংস করে এমনকি মানুষকে হত্যা করে ফেলতে পারে। এমনই হাতির ক্ষোভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । এই ভিডিওতে আপনি দেখবেন এক প্রবল অমানবিক দৃশ্য। দলছুট দাঁতাল হাতিকে জেসিবি দিয়ে উত্যক্ত করার ভয়াবহ দৃশ্য। ঘটনা, ডুয়ার্সের মালবাজারের ডামডিমের। সেখানে একটি হাতিকে উত্যক্ত করার ভিডিয়ো ভাইরাল হতেই ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেসিবি দিয়ে হাতিকে উস্কানি ও উত্যক্ত করার অভিযোগে একজন আটক হয়েছেন।
শনিবার ডুয়ার্সের আপালচাঁদ বনাঞ্চল থেকে বেরিয়ে আসে হাতিটি। দল থেকে হারিয়ে গিয়ে একা হয়ে যাওয়া হাতি যখন দিশাহারা, তখন দলে দলে মানুষ তাকে তাড়া করে। দলছুট হাতিকে অমানবিকভাবে উত্যক্ত করতে দেখা যায় এলাকাবাসীকে। একদিকে এলাকাবাসীর আশঙ্কা, অন্যদিকে একা হয়ে পড়া দলছুট দাঁতাল। ক্রমেই উত্যক্ত হতে থাকা দাঁতালের ক্ষোভ বেড়ে যায়। সে সোজা গিয়ে নানান জায়গায় ধাক্কা দেয়। ভিডিয়োয় দেখা যায়, চারিদিকে শোরগোল, চিৎকার তাড়ার মাঝে উঠে আসে আরও এক চরম অমাবনিক দৃশ্য। দেখা যায়, জেসিবি নিয়ে এসে হাতির সামনে দাঁড় করানোর দৃশ্য। একদিকে মত্ত হাতি, অন্যদিকে, তার সামনে তার সমান জেসিবি। রেগে গিয়ে জেসিবিতেও ধাক্কা মারতে যায় হাতিটি। সেই কষ্টকর দৃশ্যের মাঝেও হইচইয়ের আওয়াজ শোনা যায় ভাইরাল হওয়া ভিডিওয়। প্রশ্ন উঠছে, কী কারণে জেসিবি নিয়ে এসে এভাবে উত্যক্ত করা হল হাতিকে? ভিডিও সামনে আসতেই জেসিবির চালককে আটক করেছে পুলিশ।
View this post on Instagram