Kali Puja 2019: রবিবার কালীপুজো, তার আগে জেনে নিন কালীপুজোর মন্ত্র ও নিয়ম
মা কালী। (Photo Credits: File Photo)

Kali Puja 2019:  রবিবার কালীপুজো (Kali Puja)। কালীপুজো বেশ কিছু নিয়ম পালন করে আরাধনা করতে হয়। মা কালীর পুজো-অর্চনার জন্য শাস্ত্রমতে বিধিবদ্ধ বেশ কিছু নিয়ম আছে। কালীপুজোর দিন পুজোর জন্য উপবাস থেকে জপতপের মাধ্যমে সাধনা করলে সুফল মেলে। মা কালী হলেন সময়ের প্রতীক। অন্ধকার থেকে আলোয় ফেরার প্রতীক। তন্ত্র অনুসারে, কালী দশমহাবিদ্যা নামে পরিচিত দশজন প্রধান তান্ত্রিক দেবীর প্রথম। কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। কালি আরাধনার শক্তিলাভ , দুঃখ , শোক , রোগ , মারীভয় নিবারণ ,গ্রহ শান্তি , দারিদ্রতা নাশ , শত্রু ক্ষয় , সর্বপরি সিদ্ধি লাভ , মুক্তি লাভের জন্য কালী পুজা করা । শাস্ত্রে দেখা যায় কালী আরাধনা ব্যতিত মুক্তি অসম্ভব। অন্তত এমনটাই বিশ্বাস। আরও পড়ুন- দেবী পান করেন না; তবুও পুজোর নৈবেদ্যে কেন রাখা হয় মদ, জানেন?

 

কালীপুজো প্রার্থনার কিছু মন্ত্র-

প্রদীপ বা মোমবাতি দেওয়ার মন্ত্র-

'এষ দীপ ওম ক্রীং কাল্ল্যৈ নমঃ।'

ধূপকাঠি প্রদানের মন্ত্র-

'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।'

আরও পড়ুন: কেতু কখন জীবনে শুভ ফল দেয় জানেন

 

পঞ্চফল প্রদানের মন্ত্র-

'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম্ সমর্পয়ামি।'

পুষ্প প্রদানের মন্ত্র-

'এষ গন্ধপুস্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।'

কর্পূর প্রদানের মন্ত্র-

'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম্ সমর্পয়ামি।'

দুধ-স্নানাদি প্রদানের মন্ত্র-

'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম্ সমর্পয়ামি।'

দই-স্নানাদি প্রদানের মন্ত্র-

‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃদধিস্নানাম্ সমর্পয়ামি।’

স্নানের দ্রব্যাদি প্রদানের মন্ত্র-

'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চামমৃত স্নানম্ সমর্পয়ামি।'

গঙ্গাজল স্নানের প্রদানের মন্ত্র-

‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ গঙ্গাস্নানম্ সমর্পয়ামি।’

প্রণাম করার মন্ত্র-

‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা।

ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী

ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।’

এরপর জপ একশো আটবার করা যায় এই মন্ত্রে-

'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।'

আচমন -

ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ তদবিষ্ণুঃ পরমং পদং পশ্যন্তি সুরয়ঃ । দিবীব চক্ষুরাততম ।। ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ।।

পুস্প শুদ্ধি-

ওঁ পুস্পে পুস্পে মহাপুস্পে সুপুস্পে পুস্পে পুস্পসম্ভবে । পুস্পেচয়াবকীরনে ওঁ হুং ফট স্বাহা ।