Smriti Irani: রাহুল গান্ধীর সঙ্গে পিএফআইয়ের যোগযোগ রয়েছে, দাবি স্মৃতি ইরানির
Rahul Gandhi, Smriti Irani (Photo Credit: Instagram)

কেরলের ওয়েনাড় (Wayanad) কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় মুসলিম লিগের পতাকা লুকিয়েছেন বিদায়ী সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার এমনই গুরুতর অভিযোগ তুললেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। তাঁর দারি, ব়্যালি চলাকালিন মুসলিম লিগের পতাকা লুকিয়েছেন রাহুল। তবে নির্বাচনের পর উত্তর ভারতের কোনও এক মন্দিরে যখন পুজো দিতে যাবেন। তখন এই নিয়ে প্রশ্ন তুলবে সেখানকার জনতা।

পাশাপাশি তিনি আরও বলেন, যে পিএফআই সংগঠনকে ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। সুপ্রিম কোর্ট যার মান্যতা দিয়েছে। সেই পিএফআইয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে রাহুল গান্ধী। ওই নিষিদ্ধ দলের সঙ্গে মিলে ওয়েনাড় কেন্দ্র থেকে জিততে চান কংগ্রেস নেতা। কিন্তু এভাবে জয় পাওয়া সম্ভব নয়।

যদিও মুসলিম লিগের সঙ্গে রাহুল গান্ধীর যোগাযোগ নেই বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের। এমনকী বিজেপির এই অভিযোদ ভিত্তিহীন বলেও মনে করেন তিনি। প্রসঙ্গত, গত বুধবার ওয়েনাড়ে কেন্দ্রের প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিদায়ী সাংসদ রাহুল গান্ধী।