
দিল্লি, ১৬ মে: লোকসভা নির্বাচনের প্রচারে যখন মোদী (Narendra Modi), রাহুল (Rahul Gandhi) দ্বৈরথ চলছে, সেই সময় কংগ্রেস নেতাকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের (Congress) 'শেহজাদারা' উন্নয়নকে 'গুলিডান্ডা খেলার' মত মনে করেন। কংগ্রেস এবং সমাজবাদী পার্টির দুই 'শেহজাদা' 'প্রাসাদে' জন্মেছেন। তাই ওঁরা কঠিন কাজ করতে পারেন না। সেই কারণে উন্নয়ন 'খটাখট' হয় বলেই মনে করেন অখিলেশ যাদব, রাহুল গান্ধীরা। এমনই মন্তব্য করে বিরোধী দলের দুই নেতাকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা মনে করেন, দেশের উন্নয়ন এমনি এমনি হয়ে যায়। তেমনি দেশ থেকে তাঁরা 'খটাখট' গরীবিও মুছে ফেলবেন বলে মনে করেন। তাই ওঁরা যেমনই মনে করুন না কেন, রায়বেরিলির মানুষও ওঁদের 'খটাখট' বাড়িতে পাঠিয়ে দেবেন বলে কাটক্ষ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'আমেঠি, রায়বেরিলি দুটোই জিতব', আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা গান্ধী
প্রসঙ্গত, কেরলের ওয়েনাড়ের পাশাপাশি এবার উত্তরপ্রদেশের রায়বেরিলি থেকেও মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাহুল গান্ধী।