দিল্লি, ১৭ মে: শুক্রবার রায়বেরিলিতে (Raebareli) জনসভা করেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। রাহুল (Rahul Gandhi), প্রিয়াঙ্কাকে (Priyanka Gandhi) সঙ্গে নিয়ে শুক্রবার রায়বেরিলিতে প্রচার করেন কংগ্রেস সভানেত্রী। রায়বেরিলির জনসভায় হাজির হয়ে সোনিয়া গান্ধী বলেন, 'আমাদেরর পরিবারের শিকড় এখানকার মাটির সঙ্গে সংযুক্ত।গঙ্গার মত শুদ্ধ এই সম্পর্ক শুরু হয় অবধ ও রায়বরেলির কৃষক আন্দোলনের সময়ে। ইন্দিরাজির হৃদয়ে রায়বরেলির জন্য একটি বিশেষ জায়গা ছিল, তা আমি দেখেছি। আমি রাহুল এবং প্রিয়াঙ্কাকে একই শিক্ষা দিয়েছি, যা ইন্দিরাজি এবং রায়বেরিলির জনগণ আমাকে দিয়েছেন, তাকে সম্মান করো। ভয় না পেয়ে একসঙ্গে লড়াই করো, প্রত্যেকে একসঙ্গে জয়ী হও।'
শুধু তাই নয়, আজ তিনি যেখানে দাঁড়িয়ে, তা রায়বেরিলির মানুষের জন্য বলেও মন্তব্য করেন সোনিয়া। তাই এবার রায়েবেরিলির মানুষের কাছে তিনি রাহুলকে পৌঁছে দিচ্ছেন। রায়বেরিলির মানুষ য়েমন তাঁকে গ্রহণ করেছিলন, রাহুলকেও সেই একই জায়গা দেবেন। আর রাহুলও রায়বেরিলির মানুষকে নিরাশ করবেন না বলে আশা প্রকাশ করেন সোনিয়া গান্ধী।