উত্তর প্রদেশের আমেথি (Amethi Lok Sabha)তে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি (Smriti Irani) ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)-র মধ্যে প্রচার যুদ্ধ তুঙ্গে। গান্ধী গড় উদ্ধারে কেএল শর্মা কংগ্রেস প্রার্থী হলেও আসল লড়াইটা যেন লড়ছেন প্রিয়াঙ্কাই। এদিন আমেথিতে মোট চারটে জনসভা করেন সোনিয়া তনয়া।
প্রিয়াঙ্কা এদিন আমেথির জনসভা থেকে মোদী-যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন,"বিজেপি-র ইতিহাসই হল মুখে বড় বড় কথা বলা। কিন্তু বাস্তবে কিছুই না করা। প্রধানমন্ত্রী মোদী বেকারদের চাকরি দেওয়া নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষকদের রোজগার দ্বিগুণ করার কথা বলেচিল, কালো টাকা ফেরানোর কথা বলেছিল। বাস্তবে সে সব কিছুই হয়নি সেটা গোটা দেশ জানে। মোদী সরকারের জমনায় ১০ বছরে দেশে বেকারত্বের হার তুঙ্গে উঠেছে। দেশে ৭০ কোটি যুবক বেকার।"
দেখুন স্মৃতি ইরানির প্রচার
#WATCH | UP: Union Minister and BJP Lok Sabha candidate from Amethi Lok Sabha constituency, Smriti Irani says, "...This is that Jagdishpur where Congress MP's goon uised to create mischief. Miscreants used to harass the daughters of Hindu families. Today this is that Jagdishpur… pic.twitter.com/gdVE8gLVve
— ANI (@ANI) May 14, 2024
দেখুন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার প্রচার
#WATCH Amethi, Uttar Pradesh: Congress General Secretary Priyanka Gandhi Vadra says, "...It is BJP's history to make tall promises but nothing is done. PM Modi has made tall promises of giving employment, increasing the wages of farmers and bringing back all the black… pic.twitter.com/Rm4bEpjwmR
— ANI (@ANI) May 14, 2024
আমেথিতে যখন প্রিয়াঙ্কা মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন, তখন অন্য প্রান্তে কংগ্রেসের আমলে সংখ্য়ালঘুদের হাতে হিন্দু মেয়েদের অত্যাচারের কথা তুলে জনসভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে হারান স্মৃতি ইরানি। তবে ২০১৪ লোকসভায় আমেথিতে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুলের কাছে হেরেছিলেন স্মৃতি। এবার রাহুল আমেথিতে না লড়ায় এগিয়ে রয়েছেন স্মৃতি। তবে সমাজবাদী পার্টির কর্মীরা কংগ্রেসের হয়ে প্রচারে জোর দেওয়ায় আমেথির খেলা জমে গিয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞমহলের মত।