মুম্বই, ১৮ মে: ইউ টিউব ভিডিয়ো থেকে এখন অনেকেই রান্না থেকে গৃহসজ্জা, ছবি আঁকা-পড়াশোনা শিখে নেন। কিন্তু নবম শ্রেণীতে ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেওয়া এক যুবক ইউ টিউব ভিডিয়ো থেকে একেবারে জাল নোট তৈরির প্রক্রিয়া শিখে ফেলে। আর তারপরেই অল্প বয়সী সেই যুবক নিজেই দামি প্রিন্টার করে জাল নোট ছাপাতে শুরু করেন ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বই লাগোয়া নবি মুম্বইয়ে। সেখানকার ক্রাইম বাঞ্চের এক কর্তা জানালেন, ২ লক্ষ টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে এদিন ধরা হয়।
সেই যুবক পুলিশের কাছে জেরায় জানানোয় নবম শ্রেণীতে ফেল করার পর সে বড়লোক হতে চেয়েছিল। আর একদিন তার নজরে পড়ে ইউ টিউবে ফেক নোট তৈরির এক ভিডিয়ো। সেই ভিডিয়ো দেখে প্রিন্টার কিনে সে টাকা ছাপাতে শুরু করে। কিন্তু পুলিশের জালে ধরা পড়ে যায় সে। আরও পড়ুন-দুর্ঘটনায় সহ-অভিনেত্রী পবিত্রার মৃত্যুর পরেই আত্মঘাতী কন্নড় অভিনেতা চন্দ্রকান্ত
দেখুন ভিডিয়ো
Watch: "A 9th grade dropout youth learned how to make fake currency notes from YouTube and printed over 2 lakh rupees in fake notes. Further investigations are ongoing," says Ajay Kumar Landge, Assistant Commissioner of Police, Crime Branch, Navi Mumbai pic.twitter.com/1ojQU9Zyvd
— IANS (@ians_india) May 18, 2024
ঘটনার তদন্ত শুরু হয়েছে।