Photo Credits: ANI

মুম্বই: বুধবার ৮৬৫ কোটি টাকার মাদক নষ্ট করল মুম্বই কাস্টমস জোন-ওয়ানের (Mumbai Customs Zone-I) মাদক নষ্টকারী কমিটি (Drug Destruction Committee)। মোট ১২৮ কেজি ৪৭০ গ্রাম মাদকের মধ্যে হেরোইন (Heroin) ছিল ২৯.১ কেজি, কোকেন (Cocaine) ৬৫.২ কেজি, এমডিএমএ (MDMA) ২ কেজি, মারিজুয়ানা (Marijuana) ৩২ কেজি, আমফেটমাইন (Amphetamine) ৪৩ গ্রাম। এই মাদকগুলো আজ নষ্ট করা হয় মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের টালোজায়।

এই মাদকগুলো বাজেয়াপ্ত করেছিল পোস্টাল অ্যাপ্রাজল সেকশন (Postal Appraisal Section), স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (Special Investigation and Intelligence Branch) ও ডিআরআই (Directorate of Revenue Intelligence)। আরও পড়ুন: Karnataka: দলীয় বিধায়কদের সাসপেন্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানোয় আটক কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ বিজেপি নেতারা, দেখুন ভিডিয়ো