Loksabha Election 2024: 'ম্যায় জান কী বাজি লাগা দুঙ্গা', রাহুলের 'শক্তি' মন্তব্যে 'চ্যালেঞ্জ' মোদীর
PM Modi (Photo Credit: ANI/Twitter)

হায়দরাবাদ, ১৮ মার্চ: রাহুল গান্ধীর (Rahul Gandhi) শক্তি মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।  তেলাঙ্গানার (Telangana) জাগতিয়ালে সোমবার সভা করেন নরেন্দ্র মোদী।  জাগতিয়ালের সভায় প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোটের সদস্যরা শক্তির বিরুদ্ধে লড়ার কথা বলছেন। ভারতবর্ষের প্রত্যেক মা, বোন, মেয়ে শক্তির প্রতিরূপ। ভারত মাও শক্তির প্রতিরূপ।  ইন্ডিয়া জোটের সদস্যরা এবার সেই শক্তির বিরুদ্ধে লড়তে চাইছেন। যে শক্তির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের সদস্যরা লড়াইয়ের কথা বলছেন, তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন।  জীবন দিয়ে তিনি তা প্রতিরোধ করবেন বলেও তেলাঙ্গানার জাগতিয়ালের সভা থেকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী শক্তিকে অপমান করেছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এসবের পাশাপাশি তেলাঙ্গানার কংগ্রেস সরকারকেও তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদী।  তিনি বলেন, কংগ্রেস এবং বিআরএসকে তেলাঙ্গানা থেকে উচ্ছেদ করতে হবে।  তেলাঙ্গানায় বিজেপি বাড়ছে।  ১৩ মে কংগ্রেস এবং বিআরএসকে রাজ্য থেকে উৎপাটিত করার ডাক দেন নরেন্দ্র মোদী।