প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লি: পৃথিবীর (Earth) অভ‌্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণনের গতি ক্রমশ কমেছে । পৃথিবীর অভ্যন্তরভাগকে তিনটি স্বতন্ত্র স্তরে ভাগ করা হয়, ভূত্বক, আবরণ এবং কেন্দ্র, তবে পৃথিবীর কেন্দ্রস্থলটি আদালাভাবে ঘুরে চলেছে। ধরা যেতে পারে যে একটি বড় টবের ভিতরে আর একটি একটি টব ঘুরছে। সম্প্রতি বিজ্ঞানীদের দেওয়া একটি তথ্য চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিজ্ঞানীদের গবেসণায় উঠে এসেছে, পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন গতি নাটকীয়ভাবে কমছে এবং উলটো দিকে ঘুরতে শুর করেছে। পৃথিবীর এই অভ‌্যন্তরীণ কেদ্রের অংশটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫১৮০ কিলোমিটারেরও বেশি নিচে অবস্থিত। অংশটিতে লোহা এবং নিকেল রয়েছে, এটিই পৃথিবীর সব থেকে উষ্ণতম অংশ।

১৯৩৬ সালে ডেনিশ সিসমোলজিস্ট ইঙ্গে লেহম্যান পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র আবিষ্কার করেছিলেন। এরপর বিষটি নিয়ে গবেষণা শুরু হয়। একটি গবেষণার মাধ্যমে উঠে আসে পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে গিয়েছিল। তারপরই হঠাৎ বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে। গবেষকরা দাবি করছেন, পৃথিবীর কেন্দ্রস্থল বর্তমানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে। তবে এতে তেমন কোনও আশঙ্কার কারণ নেই বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, পৃথিবীর উপরিভাগে এই ঘূর্ণনের প্রভাব টের পাওয়া যাবে না। ফলে এই মুহূর্তে জীবকূলের কোনও প্রবাভ পড়বে না।