ফের বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণী (Baba Vanga) নিয়ে শোরগোল শুরু হয়েছে। ২০২৫ সালের জন্য বাবা ভাঙ্গার যে সতর্কতা রয়েছে, তা শুনলে চমকে উঠবেন আপনিও। বাবা ভাঙ্গার ভবিষ্য়তবাণী অনুযায়ী ২০২৫ সালে গোটা বিশ্বের মানুষকে কোনও না কোনও বড়সড় সমস্যার মুখে পড়তে হবে। শুধু তাই নয়, ২০২৫ সাল থেকে বিশ্ব জুড়ে যে অশান্তি এবং অস্বস্তি শুরু হবে, তা শেষ হবে ৫০৭৯ সালে। কারণ ওই সালেই পৃথিবীর শেষ। অর্থাৎ মানব সভ্যতার অন্তিম পর্ব হিসেবে বাবা ভাঙ্গা ৫০৭৯ সালকে চিহ্নিত করেছেন।
দেখুন বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণী...
২০২৫: ইউরোপের দেশগুলির মধ্যে শুরু হবে ঘোরতর সংঘাত। যা ওই মহাদেশের জনসংখ্যাকে ধ্বংস করবে একটু একটু করে।
২০২৮: এই সাল থেকে মানুষ শুক্রকে শক্তির উৎস হিসেবে খুঁজবে।
২০৩৩: এই সাল থেকে মেরু প্রদেশে যে বরফের আস্তরণ রয়েছে, তা গলে যাবে। ফলে গোটা পৃথিবীর জলস্তর ক্রমশ বাড়তে শুরু করবে।
২০৭৬: কমিউনিজম ছড়িয়ে পড়বে গোটা বিশ্ব জুড়ে।
২০৩০: বহু যুগ ধরে খুঁজে আসা এলিয়ানদের সঙ্গে মানুষ যোগাযোগ স্থাপন করতে পারবে এই সাল থেকে।
২১৭০: এই সাল থেকে ভয়াবহ খরা চাক্ষুষ করবে গোটা বিশ্ব। যার জেরে পৃথিবীর বহু অঞ্চল ধ্বস হয়ে যাবে।
৩০০৫: মঙ্গলে সভ্যতার সূচনা হবে, তার সঙ্গে লড়াই করবে পৃথিবীর মানুষ।
৩৭৯৭: পৃথিবী ছেড়ে মানুষ ভিন গ্রহে যাওয়ার চেষ্টা করবে কারণ এই গ্রহ বসবাসের অনপযুক্ত হয়ে পড়বে।
৫০৭৯: এই সালেই সব শেষ। ধ্বংস হবে পৃথিবী।