নতুন দিল্লি, ২১ মার্চ: যাত্রীদের জন্য খানিক স্বস্তির খবর। ভিড় এড়াতে রিফান্ড নিয়মে ছাড় দিল রেল। কাউন্টার থেকে কাটা টিকিটের দাম ফেরতের ব্যাপারে নিয়ম শিথিল করা হয়েছে। তবে ই-টিকিটের ক্ষেত্রে নিয়ম একই থাকছে। ২১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ট্রেন বাতিল হলে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। এক্ষেত্রে টিকিট দেখিয়ে সফরের তারিখের ৪৫ দিন পর্যন্ত টাকা ফেরতের আবেদন করা যাবে। ট্রেন বাতিল না হলেও যাত্রী যদি সফর করতে না চান সেক্ষেত্রে সফরের তারিখের ৩০ দিনের মধ্যে টিকিট ডিপোজিট রিসিপ্ট দেখিয়ে টাকা ফেরত নেওয়া যাবে। যাঁরা ১৩৯ এর মাধ্যমে টিকিট বাতিল করবেন তাঁরা সফরের তারিখের ৩০ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন। শনিবার রাত মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলবে না।
দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তর সংখ্যা বেড়ে হল ২৮৩। শনিবার এই পরিসংখ্যান জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল (ICMR) জানিয়েছে। শনিবার সকাল ৯টা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) দেওয়া তথ্য থেকে জানা গেছে যে সারা ভারতে অন্তত ২২ জন রোগ থেকে মুক্তি পেয়েছে। তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দেশের বিমানবন্দরগুলিতে ১৪ লাখ, ৫৯ হাজার ৯৯৩ জনের স্ক্রিনিং করা হয়েছে। আরও পড়ুন, বিশ্বজুড়ে আতঙ্কের মাঝে জিভে জল আনছে 'করোনা পকোড়া'
Indian Railways relaxes refund Rules for PRS counter generated tickets. Passengers are advised to avail the facility and avoid coming to Railway Station during the spread of Corona Virus. #NoRailTravel pic.twitter.com/SYXG6T754A
— Ministry of Railways (@RailMinIndia) March 21, 2020
ভারতে এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্ণাটক, দিল্লি, মহারাষ্ট্র এবং পঞ্জাবে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। শনিবার হিমাচলপ্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্তর খোঁজ পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রকের তালিকা অনুসারে, করোনাভাইরাসে আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তার পরে রয়েছে কেরালা ও উত্তরপ্রদেশ। আজ সকাল পর্যন্ত মহারাষ্ট্রে ৬৩ জনের শরীর মারণ ভাইরাস পাওয়া গেছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ জন আক্রান্ত হয়েছে। মুম্বইয়ে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। কস্তুরবা হাসপাতালে দুবাই ফেরত ৬৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।