দেশের প্রতি কোণায় অলিতে গলিতে চারিপাশে চলছে করোনা (Coronavirus) নিয়েই আলোচনা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিন গুনছে আতঙ্কিত জনগণ। বন্ধ হয়ে যাচ্ছে শপিং মল, সিনেমা হল, শিক্ষাপ্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একপ্রকার গৃহবন্দী হয়ে পড়েছে দেশবাসী। বাড়ির বাইরে বেরোতে না পারায় এক একজন এক একরকমভাবে ছুটি কাটাচ্ছে। তারই মধ্যে ভাইরাল 'করোনা পকোড়া' (Corona Pakoda)।
গৃহবন্দী অবস্থায় আপনিও গিলে ফেলতে পারেন এই 'করোনা পকোড়া'। নিজের হাতেই বানাতে পারবেন এই পকোড়া। কিছুদিন ধরে করোনা জীবাণুর মত দেখতে একটি তেলেভাজা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে। যার ওপর হামলে পড়েছে জনতা। সকলেই এই পকোড়া নিয়ে খুব উৎসাহী। আপনারাও বানাতে পারেন এই পকোড়া। আর শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ায়। গৃহবন্দী অবস্থায় এমন নতুন নতুন জিনিস বানানোর মত সুযোগ বারবার আসে কই। আরও পড়ুন, ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা
Deep fried seasonal goodness 😊 pic.twitter.com/t1RyQT9AO0
— Kanishka Wijesekara (@kanishkavbs) March 21, 2020
Deep fried seasonal goodness 😊 pic.twitter.com/t1RyQT9AO0
— Kanishka Wijesekara (@kanishkavbs) March 21, 2020
Nah I’m good I’m definitely not eating Covid https://t.co/d42CLa8Nqu
— IG: da_brainchild (@da_brainchild) March 21, 2020
Why does this look like the COVID_19 ??? https://t.co/6yyALEhRFo
— Ajoké (@Pythonwritings) March 21, 2020
Who want corona fries? pic.twitter.com/h6UhO5GtQo
— Adil (@adildeshmukh1) March 21, 2020
এমন করোনা পকোড়া পেঁয়াজ কিংবা, চিংড়িরও হতে পারে। তাই ছুটিতে আপনিও বানিয়ে শেয়ার করুন। সুস্থ থাকুন। সচেতন হন।