পরীক্ষা (Photo Credits: All India Radio News/ Facebook)

কলকাতা, ২১ মার্চ: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2020)। আজ বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WHCHSE)। ২৩ ও ২৫ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল। ১৫ এপ্রিলের পর নির্ধারিত হবে পরীক্ষার নতুন সূচি। তবে যে যে পরীক্ষা হয়েছে, সেগুলি সবই ধার্য হবে। এর আগে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। এছাড়া আজ থেকে রেস্তোঁরা, নাইটক্লাব, ডান্সবার, পাব, ম্যাসাজ পার্লার সব বন্ধ করে দিল রাজ্য।

এদিকে আজ কলকাতায় হদিশ মিলল তৃতীয় করোনাভাইরাস (Coronavirus) আক্রান্তের। তরুণীর বাড়ি হাবড়ায় (Habra)। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। মার্চের ১৬ তারিখ তিনি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এর পর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রিপোর্ট আসে। রিপোর্টে তাঁর শরীরে পজিটিভ আসে। আরও পড়ুন: Coronavirus Cases in India: দেশে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ২৭১, সবচেয়ে বেশি মহারাষ্ট্রে

আক্রান্ত ওই তরুণীর কাদের সংস্পর্শে এসেছিলেন তাঁর খোঁজ চালানো হচ্ছে। তাঁর পারিবারের সকলকে নজরদারির আওতায় আনা হবে বলে জানা গেছে। এই নিয়ে গত চার দিনে তিন জন আক্রান্তের খোঁজ মিলল। গতকাল দক্ষিণ কলকাতার আরেক তরুণ কাশি ও গলাব্যথা হওয়ায় পারিবারিক চিকিৎসকের কাছে যান। বৃহস্পতিবার রাতে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পরেই তরুণের পরিবার-পরিজন মিলিয়ে মোট ১৬ জনকে রাজারহাটের কোয়ারান্টাইন সেন্টার নিয়ে যাওয়া হয়েছে।