ছবিটি প্রতীকী (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২১ মার্চ: দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তর সংখ্যা বেড়ে হল ২৭১। শনিবার এই পরিসংখ্যান জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল (ICMR) জানিয়েছে। শনিবার সকাল ৯টা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) দেওয়া তথ্য থেকে জানা গেছে যে সারা ভারতে অন্তত ২২ জন রোগ থেকে মুক্তি পেয়েছে। তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দেশের বিমানবন্দরগুলিতে ১৪ লাখ, ৫৯ হাজার ৯৯৩ জনের স্ক্রিনিং করা হয়েছে।

ভারতে এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্ণাটক, দিল্লি, মহারাষ্ট্র এবং পঞ্জাবে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। শনিবার হিমাচলপ্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্তর খোঁজ পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রকের তালিকা অনুসারে, করোনাভাইরাসে আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তার পরে রয়েছে কেরালা ও উত্তরপ্রদেশ। আজ সকাল পর্যন্ত মহারাষ্ট্রে ৬৩ জনের শরীর মারণ ভাইরাস পাওয়া গেছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ জন আক্রান্ত হয়েছে। মুম্বইয়ে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। কস্তুরবা হাসপাতালে দুবাই ফেরত ৬৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। আরও পড়ুন: Third Coronavirus Case in West Bengal: কলকাতায় তৃতীয় করোনাভাইরাসে আক্রান্তের হদিশ, বেলেঘাটা আইডিতে ভর্তি হাবড়ার তরুণী

কলকাতায় হদিশ মিলল তৃতীয় করোনাভাইরাস (Coronavirus) আক্রান্তের। তরুণীর বাড়ি হাবড়ায় (Habra)। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। মার্চের ১৬ তারিখ তিনি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এর পর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রিপোর্ট আসে। রিপোর্ট পজিটিভ আসে।