করোনা ভাইরাস (Photo Credits: IANS)

কলকাতা, ২১ মার্চ: কলকাতায় হদিশ মিলল তৃতীয় করোনাভাইরাস (Coronavirus) আক্রান্তের। তরুণীর বাড়ি হাবড়ায় (Habra)। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। মার্চের ১৬ তারিখ তিনি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এর পর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রিপোর্ট আসে। রিপোর্টে তাঁর শরীরে পজিটিভ আসে।

আক্রান্ত ওই তরুণীর কাদের সংস্পর্শে এসেছিলেন তাঁর খোঁজ চালানো হচ্ছে। তাঁর পারিবারের সকলকে নজরদারির আওতায় আনা হবে বলে জানা গেছে। এই নিয়ে গত চার দিনে তিন জন আক্রান্তের খোঁজ মিলল। গতকাল দক্ষিণ কলকাতার আরেক তরুণ কাশি ও গলাব্যথা হওয়ায় পারিবারিক চিকিৎসকের কাছে যান। বৃহস্পতিবার রাতে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পরেই তরুণের পরিবার-পরিজন মিলিয়ে মোট ১৬ জনকে রাজারহাটের কোয়রান্টিন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আরও পড়ুন, বিদেশ থেকে ফিরে অবাধ ঘোরাঘুরি দুই তরুণের, বন্ধ হল শহরের সমস্ত শপিং মল

আন্তর্জাতিক বিমান ঠিকই ছড়াচ্ছে ভাইরাস। তবুও কেনো এখনও আন্তর্জাতিক বিমান বন্ধ হচ্ছে না এই নিয়ে উঠেছে প্রশ্ন। লন্ডন (London) ফেরত কলকাতার দুই করোনা আক্রান্ত তরুণই নির্দেশের পরোয়া না করে ঘুরে বেড়িয়েছিলেন কলকাতার শপিং মলে (Kolkata Shopping Mall)। তাই আর ঝুঁকি না নিয়ে এবার মল বন্ধের সিদ্ধান্ত নিল কলকাতার একাধিক শপিং মল কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, লেক মল আগামী পাঁচদিন বন্ধ রাখা হবে। অন্যদিকে ২০ থেকে ২২ পর্যন্ত বন্ধ থাকছে পার্কসার্কাসের কোয়েস্ট মল।