টিকাকরণের ব্যবস্থা সর্বস্তরে

দিল্লি, ৭ এপ্রিল:  করোনার(Corona) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশ জুড়ে। মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব মানুষ যাতে টিকা নেন, সেই ব্যবস্থা করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, অফিসে বসেই যাতে এবার ভ্যাকসিন (Vaccine) নেওয়া যায়, তার ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সরকারি এবং বেসরকারি অফিসে এবার থেকে ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে খবর। অর্থাত অফিসে থাকাকালীন অবস্থায় যাতে করোনার টিকা নেওয়া যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। আগামী ১১ এপ্রিল থেকে ইউটিএস (UTS) নামে একটি অ্যাপের মাধ্যমে করোনা টিকাকরণের ব্যবস্থা করা হবে বলে খবর।

আরও পড়ুন : Anushka Sharma : 'লেডি সুলতান' অনুষ্কা, বিরাটকে কোলে নিয়ে ভাইরাল নায়িকার ভিডিয়ো

গত ৫ তারিখে দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৮৪৪। দেশে এখনও পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৮ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৪৭৪ জন। গত ২ এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁরা তাঁদের টিকাকরণ শুরু করেছে সরকার। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। টিকাকরণ পর্যায়ের প্রথমে প্রাধান্য পেয়েছেন করোনা যোদ্ধা ও স্বাস্থ্য কর্মীরা। ১ মার্চ থেকে করোনা টিকাকরণের (Vaccination) দ্বিতীয় দফা শুরু হয়েছে।