মুম্বই, ৭ এপ্রিল : এক ঝটকায় বিরাটকে কোলে তুলে নেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করেন অনুষ্কা। অভিনেত্রীর ওই ভিডিয়ো সামনে আসতেই তাঁকে নিয়ে জোর জল্পনা শুরু হয় অনুরাগীদের মধ্যে।
এমনকী, অনুষ্কা ট্রেন্ড করতে শুরু করেন ট্যুইটারে। বিরাটকে (Virat Kohli) কোলে তুলে নেওয়ার জন্য তাঁকে 'লেডি সুলতান' (Lady Sultan) বলেও ডাকতে শুরু করেন ভক্তরা।
দেখুন...
My munchkins
Couples goals#ViratKohli #AnushkaSharma pic.twitter.com/83aw82PzW0
— Hemaram Saran (@saran_hemaram) April 7, 2021
They are so cute
Lady Sultan #AnushkaSharma
goals
— Vamos (@soul__grumpy) April 7, 2021
সন্তানের জন্মের পর ২ মাস টানা বিশ্রাম নেন অনুষ্কা শর্মা। ওই সময় সমস্ত কাজ বন্ধ করে ছোট্ট ভামিকার সঙ্গে সময় কাটান অনুষ্কা। সন্তানের জন্মের দু মাস পর এবার ফের নিজের জীবনের প্রতিদিনের রুটিনে ফেরেন অনুষ্কা। যে ছবি ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন : Mahima Chaudhry : বিয়ের ৭ বছরে দুবার গর্ভপাত, মহিমা চৌধুরীর বিচ্ছেদের 'করুণ' কাহিনী
এদিকে বিরাট-অনুষ্কা এবং ভামিকার জীবনে যাতে পাপারাৎজি অহেতুকভাবে প্রবেশ না করেন, তার জন্য আবেদন করেন দেশের এই পাওয়ার কাপল। এমনকী, পাপারাৎজিকে উপহার দিয়ে এ বিষয়ে সনির্বন্ধ অনুরোধও জানান বিরাট কোহলি।