পোর্ট ব্লেয়ার, ৬ সেপ্টেম্বর: এবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল নিকোবর দ্বীপ (Nicobar Islands)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৩। সকাল ৬টা ৩৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসলোমলজি। সিজমোলজি বিভাগ আরও জানিয়েছে যে ভূমিকম্পের গভীরতা ছিল ৮২ কিলোমিটার। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ভূমিকম্পের দিক থেকে সর্বাধিক সক্রিয় অঞ্চল হওয়ায় জোন ফাইভ বিভাগ রাখা হয়েছে। নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়াও সকালে ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪। সকাল সাড়ে সাতটা নাগাদ ভূমিকম্প হয়েছে।
গতকাল সকালে কেঁপে ওঠে মহারাষ্ট্র (Maharashtra)। শনিবার সকালে মুম্বই থেকে ৯৮ কিলোমিটার উত্তরে ভূমিকম্প (Earthquake) হয়। রিখটার স্কেলে কম্পনেরম মাত্রা ছিল ২.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) জানিয়েছে, সকাল ৬টা ৩৬ নাগাদ ভূমিকম্প হয়। আরও পড়ুন: Earthquake in Maharashtra: কয়েক ঘণ্টার ব্যবধানে ২ বার কেঁপে উঠল মহারাষ্ট্র
An earthquake with a magnitude of 3.4 on the Richter Scale, hit Tawang, Arunachal Pradesh today at 7:30 am: National Center for Seismology (NCS) pic.twitter.com/NR1LryZCEg
— ANI (@ANI) September 6, 2020
গত ২৪ ঘণ্টায় দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে মহারাষ্ট্র। গত কয়েক মাস ধরেই দেশের নানা প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। দিল্লি, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, মণিপুর, ছত্তিশগড়ে গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্প হয়।