Delhi Earthquake (Photo Credits: X)

নয়া দিল্লি, ১৭ ফেব্রুয়ারিঃ সোমবার সাত সকালে কেঁপে উঠল দিল্লি (Delhi Earthquake)। ভোর তখন ৫টা বেজে ৩৬ মিনিট, তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে নয়াদিল্লি-সহ সংলগ্ন এলাকা। কম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের বেশ কিছু এলাকাতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ধৌলাকুঁয়া। ভূমিকম্পের গভীরতা মাটি থেকে মাত্র ৫ কিলোমিটার হলেও কেঁপে উঠেছিল ঘরবাড়ি। ঘুমের মধ্যে বাড়ি কেঁপে ওঠায় আতঙ্কে ছুটে বেরিয়ে আসেন স্থানীয়রা।

দিল্লিবাসীরা জানাচ্ছেন, কম্পনের পাশাপাশি এক বিকট শব্দও শোনা গিয়েছিল। যাতে ঘুম ভেঙে যায় সকলের। ঘরবাড়ি, বহুতল খালি করে নিরাপদ আশ্রয়ের জন্যে বেরিয়ে আসেন তাঁরা। গত ২৫ বছরে দিল্লি এমন ভূমিকম্প দেখেনি বলেই জানাচ্ছেন রাজধানীবাসীরা। তবে ভূমিকম্পের তীব্রতা ব্যাপক হলেও কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সোমের সাত সকালে দিল্লি কেঁপে ওঠার নানা দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। নেটিজেনের শেয়ার করা ওই সমস্ত ভিডিয়োয় ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি, পাখা, সৌর প্যানেল দুলতে দেখা গিয়েছে। শোনা গিয়েছে সেই বিকট শব্দও।

বিকট শব্দে কেঁপে উঠল দিল্লিঃ

 

কাঁপছে বাড়ির অন্দরঃ

 

এদিন দিল্লির পাশাপাশি কেঁপে ওঠে বিহারও। সকাল ৮টা বেজে ২ মিনিট নাগাদ কম্পনটি অনুভূত হয়, রিখটার স্কেলে বিহারের ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পনের আতঙ্কে বাড়িঘর খালি করে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয়রা।