ভূমিকম্প(Photo Credits: PTI)।

মুম্বই, ৫ সেপ্টেম্বর: সাত সকালে কেঁপে উঠল মহারাষ্ট্র (Maharashtra)। শনিবার সকালে মুম্বই থেকে ৯৮ কিলোমিটার উত্তরে ভূমিকম্প (Earthquake) হয়। রিখটার স্কেলে কম্পনেরম মাত্রা ২.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) জানিয়েছে, সকাল ৬টা ৩৬ নাগাদ ভূমিকম্প হয়। ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর নেই। এনিয়ে গত ২৪ ঘণ্টায় দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্র।

গতকাল রাত ১১টা ৪০ নাগাদও একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। পশ্চিম মহারাষ্ট্রের নাশিকের বিভিন্ন অংশে ভূমিকম্প টের পাওয়া যায়। জানা যায় নাসিক শহরের ৯৮ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। আরও পড়ুন Mayawati: যোগীর রাজ্যে মুসলিমদের টার্গেট করে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, মুখ খুললেন মায়াবতী

গত কয়েক মাস ধরেই দেশের নানা প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। দিল্লি, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, মণিপুর, ছত্তিশগড়ে গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্প হয়।