US Immigration (Photo Credit: Twitter)

মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ অর্থবর্ষে এইচ ১-বি (H1-B) নামে পরিচিত অস্থায়ী কর্ম ভিসা বরাদ্দের জন্য করা আবেদনে ৬১ শতাংশ বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) জানিয়েছে, ব্যাপক জালিয়াতি তদন্ত, প্রত্যাখ্যান এবং সেই অনুযায়ী আবেদন বাতিল করা, এবং ফৌজদারি বিচারের জন্য আইন প্রয়োগকারী রেফারেল শুরু করার প্রক্রিয়া চলছে। সংস্থার মতে, H1-B ভিসার জন্য আবেদনকারী কিছু কোম্পানি একই ব্যক্তির জন্য একাধিক আবেদন জমা দিয়েছেন। কারণ, H1-B ভিসা একটি লটারি পদ্ধতির মাধ্যমে বরাদ্দ করা হয় এবং একই ব্যক্তির জন্য একাধিক আবেদন করা হলে তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য যাদের নিয়োগ করাতে চায়, তাদের হয়ে আবেদনপত্র জমা দেয়।

অক্টোবর থেকে শুরু হওয়া ২০২৪ অর্থবর্ষের জন্য আবেদনপত্রের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এ বছর ৭৮০,৮৮৪ জন আবেদন করেছে যা আগের বছর ছিল ৪৮৩,৯২৭। জানা গিয়েছে, বিগত বছরগুলির তুলনায় অনেক বেশি সংখ্যক সুবিধাভোগীর যোগ্য রেজিস্ট্রেশনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইউএসসিআইএস-এর পক্ষ থেকে বলা হয়েছে, "আমরা নিবন্ধন প্রক্রিয়ার অপব্যবহার রোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা আইন মেনে চলবেন তারাই এইচ-১ বি ক্যাপ পিটিশন দায়ের করতে পারবেন।