Arijit Singh (Photo Credits: Facebook)

IPL Opening Ceremony 2025: শনিবার কলকাতায় আইপিএলের (IPL 2025) জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে টুর্নামেন্টের ম্যাচ শুরুর আগে ইডেন গার্ডেন্সে হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। ঘণ্টাখানেকের চোখধাঁধানো এই উদ্বোধনী অনুষ্ঠানে পারফম করলেন তারকা গায়ক অরিজিত সিং, বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বোধনের অনুষ্ঠানে থাকতে পারে লেজার শো-ও। প্রধান আকর্ষণ হতে চলেছে অরিজিৎ সিংয়ের গান। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আইপিএল ২০২৫-র সূচনাটা জমিয়ে দিতে চায় বোর্ড।

২০১৩ আইপিলের উদ্বোধনে পারফম করেছিলেন পিটবুল, শাহরুখ

শেষবার কলকাতায় আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল ২০১৩ সালে। সেবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে।  পারফম করেছিলেন মার্কিন ব়্যাপার তথা গায়ক পিটবুল বলিউড মহতারকা শাহরুখ খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

কলকাতায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

উদ্বোধনী ম্যাচে খেলবে কেকেআর ও আরসিবি

উদ্বোধনী অনুষ্ঠানের পর আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।