Kangana Ranaut On Sunjay Kapur's Death (Photo Credit:X/Instagram)

মুম্বই, ১৩ জুন:  ইংল্যান্ডের পোলো গ্রাউন্টে অর্থাৎ মাঠে মৃত্যু হয়েছে সঞ্জয় কাপুরের (Sunjay Kapur)। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পোলো মাঠে হার্ট অ্যাটাক হয় সঞ্জয় কাপুরের। তারপরই শিল্পপতি সঞ্জয়ের মৃত্যু হয় বলে জানা যায়। করিশ্মা কাপুরের (Karisma Kapoor) স্বামীর  (Karisma Kapoor's Ex Husband) মৃত্যুতে যেন ভয় পেয়ে গিয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut )। নিজের সোশ্যাল হ্যান্ডেলে কঙ্গনা লেখেন, পোলো খেলতে গিয়ে হঠাৎ করে মৌমাছি গিলে ফেলেন সঞ্জয়। হঠাৎ ওই ঘটনার জেরে সঞ্জয় নিঃশ্বাস নিতে পারছিলেন না। ফলে তিনি খেলা থামানোর কথা বলেন। তবে খেলা থামানোর পর বেশিক্ষণ সময় যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু হয় সঞ্জয় কাপুরের।

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর মৃত্যুতে কঙ্গনা আরও লেখেন, সঞ্জয় কাপুর মৌমাছি গিলে ফেলতেই তাঁর ধমনী ছিঁড়ে যায় কামড়ে। ফলে তাঁর শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তার জেরেই সঞ্জয়ের মৃত্যু হয় বলে লেখেন কঙ্গনা।

আরও পড়ুন: Karisma Kapoor Ex-Husband Sunjay Kapur Death: মধুচন্দ্রিমায় গিয়ে করিশমাকে বন্ধুর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন সঞ্জয়, দম্পতির বিবাহের বিভীষিকাময় অভিজ্ঞতা

এরপর কঙ্গনার আরও সংযোজন, ২০২৫ সালে যে সমস্ত ঘটনা ঘটছে, তাতে তিনি ভয় পেয়ে যাচ্ছেন। আরও কত কী যে ঘটবে, তা বোঝা যাচ্ছে না। ফলে সবাই সাবধানে থাকুন। সতর্ক থাকুন বলে জানান কঙ্গনা রানাউত।