Arbaaz Khan, Sshura Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ জুন: দ্বিতীয়বার বাবা হতে চলেছেন আরবাজ খান। ৫৭ বছরে দ্বিতীয়বার বাবা হচ্ছেন আরবাজ (Arbaaz Khan)। দ্বিতীয় স্ত্রী সুরা খানের (Sshura Khan) বয়স ৩৫। এবার সেই দ্বিতীয় স্ত্রী সুরার গর্ভ থেকে ভূমিষ্ঠ হতে চলেছে আরবাজের দ্বিতীয় সন্তান। দিল্লি টাইমসের এক সাক্ষাৎকারে আরবাজ খান বলেন, দ্বিতীয়বার বাবা হওয়ার খবর শুনে তিনি রীতিমত 'নার্ভাস'। এত বছর পর বাবা হতে চলেছেন। তাই নিজেকে স্থির রাখতে পারছেন না বলেও জানান বলিউডের এই অভিনেতা।

এর আগে মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে বিয়ে হয় আরবাজ খানের। মালাইকা এবং আরবাজের এক সন্তান রয়েছে। যার নাম আরহান খান (Arhaan Khan)। আরহানের জন্ম হয় ২০০২ সালে। তার এত বছর পর ফের বাবা হতে চলেছেন সলমন খানের ভাই।

আর পড়ুন: Arbaaz Khan and Sshura Khan Pregnancy: খান পরিবারে সুখবর! কাকা হতে চলেছেন সলমন

আরবাজ আরও বলেন, বাবা হওয়ার যে খুশি,তা তিনি নতুন করে অনুভব করতে পারছেন। সেই সঙ্গে বাবা হওয়ার দায়িত্বও আবার নতুন করে তাঁকে পালন করতে হবে বলে জানান আরবাজ। ফলে তিনি যে কতটা খুশি,তা বলে বোঝাতে পারবেন না বলেও বলিউডের এই অভিনেতা জানান।

সুরা খান এবং আরবাজ খান বাবা-মা হচ্ছছেন, এই খবর বেশ কিছুদিন ধরেই ঘোরাফরা করছিল বিভিন্ন মহলে। তবে খান পরিবারের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এবার আরবাজ খানই নতুন করে খুশির খবর জানান। তবে সুরা খান বা তাঁরক ছবি যাতে পাপারাৎজ়ি বেশি ক্লিক ননা করেন, সে বিষয়ে অনুরোধ জানান আরবাজ খান। সুরা এবং তাঁকে যাতে এই মুহূর্তে ব্যক্তিগত সময় কাটাতে দেওয়া হয়, সে বিষয়েও আবেদন জানান অভিনেতা, প্রযোজক।