Arbaaz Khan and Sshura Khan (Photo Credits: Instagram)

খান (Khan) পরিবারে সুখবর। ফের বাবা হতে চলেছেন আরবাজ় খান (Arbaaz Khan)। তবে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নয় একান্ত সাক্ষাৎকারে সুখবরটি জানিয়েছেন বলিউড অভিনেতা। বাবা হওয়ার এই জার্নিটা মন ভরে উপভোগ করছেন এখন, জানিয়েছেন সেকথাও। উল্লেখ্য, ২০২৩ সালে মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন আরবাজ়। 'দিল্লি টাইমস' কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "আমি খুব আনন্দিত একই সঙ্গে উত্তেজিতও। খুব ভাল লাগছে এই অনুভূতিটা । সেই সঙ্গে একটু ভয়ও লাগছে।" কেমন বাবা-মা হতে চান আরবাজ়-শুরা? জানতে চাওয়া হলে এক গাল হেসে বলিউড অভিনেতা বলেন, "এটা এভাবে বলা যায় না। এর কোনও আলাদা সংজ্ঞা হয় না। শুধু ভাল বাবা-মা হতে হবে। সবরকম পরিস্থিতিতে সন্তানের পাশে থাকতে হবে। সন্তানের প্রতি যত্নশীল হতে হবে তার দায়িত্ব নিতে হবে।"

দ্বিতীয়বার বাবা হতে চলেছেন আরবাজ় খান, খুশিতে ভাসছেন অনুরাগীরা

প্রসঙ্গত, অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে প্রথম বিয়ে হয় আরবাজ়ের। প্রথম পক্ষের একটি সন্তান রয়েছে তাঁর। আরবাজ় ও মালাইকার একমাত্র সন্তানের নাম আরহান। তবে সেই বিয়ে টেকেনি। ২০১৭ সালে মালাইকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আরবাজ়ের। তবে স্বামী-স্ত্রী হিসেবে পথচলা শেষ হলেও ছেলে আরহানের সমস্ত দায়িত্ব দু'জনে একসঙ্গেই পালন করেন তাঁরা।

কাকা হচ্ছেন সলমন, খান পরিবারে আসছে নতুন অতিথি