AR Rahman (Photo Credits: X)

AR Rahman Health Update: হঠাৎই বুকে ব্যথা। রবিবার সাতসকালে হাসপাতালে ভর্তি করা হয় এআর রহমানকে। চেন্নাইয়ের গ্রিমস রোডের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। বলিউডের খ্যাতনামা সঙ্গীত পরিচালকের আচমকা অসুস্থতার খবর ছড়াতেই দুশ্চিন্তায় পড়েন তার অনুরাগীরা। ভক্তদের দুশ্চিন্তা দূর করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) অস্কারজয়ী সুরকারের স্বাস্থ্যের খবর জানালেন। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখলেন, ভালো আছেন এআর রহমান। শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।

রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ গ্রিমস রোডের ওই হাসপাতালে ভর্তি করা হয় রহমানকে। তাঁর বুকে ব্যথা ওঠায় কোনরকম ঝুঁকি নেয়নি তাঁর টিম। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করার সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকেরা। অ্যাঞ্জিয়োগ্রাফিও করা হয়। বলিউড সঙ্গীর শিল্পীর চিকিৎসার জন্যে চিকিৎসকের একটি বিশেষজ্ঞ দল গঠিত হয়। এদিকে রহমানের শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তার আকশ ভেঙে পড়ে ভক্তদের মাথায়।

এআর রহমানের স্বাস্থ্যের খবর জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীঃ

MK Stalin shares AR Rahman Health Update (Photo Credits: X)

তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স হ্যান্ডেলে রহমানের স্বাস্থ্যের খবর জানিয়ে লেখেন, 'আমি যখনই জানতে পারলাম রহমান শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি, আমি তৎক্ষণাৎ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করি। শিল্পীর স্বাস্থ্যের খোঁজখবর নিই। চিকিৎসকেরা জানিয়েছেন, রহমান এখন ভালো আছেন। শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে'। স্ট্যালিনের এই এক্স বার্তা দেখে স্বাস্তি পেলেন শিল্পীর অনুরাগীরা।