Virat Kohli (Photo Credit: RCB/ X)

RCB Unbox Event 2025 Live Streaming: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore) ফের একবার আনবক্স ইভেন্ট আয়োজন করতে চলেছে। আইপিএল ২০২৫ (IPL 2025)-এর আগে বেঙ্গালুরুতে তাদের হোম ভেন্যুতে টানা তৃতীয়বারের মতো আরসিবি আনবক্স ইভেন্টটি (RCB Unbox Event) হোস্ট করা হবে। যারা মাঠে টিকিট নিয়ে এই ইভেন্টে যেতে পারবেন না তাদের জন্য এক ভালো খবর জানিয়েছে আরসিবি। তাদের সোশ্যাল মিডিয়ায় আজ জানানো হয়েছে যে এই ইভেন্ট বেঙ্গালুরুর বাইরে থাকা ভক্তরা লাইভ স্ট্রিমিংয়ে দেখতে পাবে। জানা গিয়েছে, আরসিবি আনবক্স লাইভ স্ট্রিমিং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে স্ট্রিমটি লাইভ উপভোগ করতে ভক্তদের এই লিঙ্কে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনের পর ৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে পুরো ইভেন্ট দেখতে। তবে এই ইভেন্টের ছোট ছোট ক্লিপ সোশ্যাল মিডিয়া এবং তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও শেয়ার করা হবে। KKR, IPL Trophy Tour: আজ সাউথ সিটি মলে আসছে কেকেআরের আইপিএল ট্রফি

সরাসরি দেখুন RCB Unbox Event 2025

কবে, কোথায় আয়োজিত হবে RCB Unbox Event 2025?

১৭ মার্চ, সোমবার ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক ঘোষণা অনুসারে আরসিবি আনবক্স ইভেন্ট ২০২৫ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium, Bengaluru) আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে RCB Unbox Event 2025?

RCB Unbox Event 2025-এর শুরুর সময় ভারতীয় সময় দুপুর ৩টেয়। তবে অনুষ্ঠান শুরু হতে পারে ভারতীয় সময় বিকেল চারটের পর।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন RCB Unbox Event 2025