Police, Representational Image (Photo Credit: File Photo)

অসাবধানতাবশত নিজের শরীরেই নিজে গুলি চালিয়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির (Delhi) ভজনপুরা এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, যুবকের বুকে গুলি লেগেছে, সেই কারণেই মৃত্যু হয়েছে তাঁর। পুলিশসূত্রে খবর, বাবার সঙ্গে অশান্তির মাঝেই আত্মহত্যা করার ভয় দেখাতে গিয়ে বন্দুক চালিয়ে ফেলে ওই যুবক। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও এটা নিছকই দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের

জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার বিকেলে দিকে বাবার সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে ঝামেলা হয় বছর ২১-এর শচিন কুমার। মৃতের বাবা পেশায় একজন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী। ফলে তাঁর কাছে রাইফেল ছিল এবং তার লাইসেন্সও ছিল। পরিবারের দাবি, অশান্তির মাঝেই যুবক ঘরে থাকা একটি বন্দুক নিয়ে বাবাকে ভয় দেখাতে শুরু করে। ব্ল্যাকমেল করে যে যদি তাঁর কথা না শোনে তাহলে সে নিজেকে শেষ করে দেবে। এই ঝামেলার মাঝেই বন্দুকটি নিজের বূুকে ঠেকিয়ে দেয়। অন্যদিকে, শচিনের বাবা বন্দুকটি কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেন।

দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ

এরমধ্যেই আচমকা ট্রিগারে যুবকের আঙুল পড়ে যায়। আর তারপেই একটি গুলি বুকে বিঁধে যায়। তড়িঘড়ি শচিনকে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে বন্দুকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।