মুম্বই, ১৬ মার্চঃ রুদ্ধশ্বাস গতিতে ছুটছে সোনার দাম। মাঝে কিছুটা কমলেও ফের হু-হু করে বাড়ছে সোনালী ধাতুর বাজার দর। বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম। যার ফলে ভারতেও তার দাম চড়ছে। আন্তর্জাতিক বাজারে পাকা সোনার দাম বেড়ে ৩,০০০ মার্কিন ডলারে ছুঁয়েছে। ভারতের বাজারে রেকর্ড গড়েছে ১০ গ্রাম সোনার দাম। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই শহরে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯১,০০০ ছুঁয়েছে। স্বর্ণশিল্প মহলে সোনালী ধাতুর এমন মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি ভারতের বাজারে ইতিহাস তৈরি করেছে। আগামী দিনে এই দাম আরও বাড়তে চলেছে বলেই আশঙ্কা করছে মহারাষ্ট্রের স্বর্ণকাররা।
সোনার দামে এমন লাগামহীন বাড়বাড়ন্তের জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্ক নীতিকেই দায়ী করছে স্বর্ণশিল্প মহল। ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিশ্ব বাণিজ্য এবং সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতি ছিন্নভিন্ন হয়ে পড়েছে বলেই মনে করছেন দেশের স্বর্ণকাররা। আমদানি শুল্ক বৃদ্ধির ফলে বিশ্ব বানিজ্যে শুল্ক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
ভূ-রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থিক অনিশ্চয়তা না কমা পর্যন্ত সোনার দাম কমার কোন সম্ভাবনা দেখছেন না স্বর্ণ ব্যবসায়ীরা। সোনার দাম বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য হারে কমেছে বিক্রি।