Bus fell into a deep ravine due to slipping on ice. (Photo Credits: X)

Bus Plunges Into Ravine: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। কাহুতা থেকে রাওয়ালপিন্ডি গামী একটি ছোট বাস পারথান জিয়ারাতের কাছে বড় দুর্ঘটনার মুখে পড়ল। মহম্মদ গালি ও লাসদানা-র মাঝে এক পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে থাকার সময় বরফে মোড়া পথে ছোট সেই বাসটি নিজে থেকেই গড়িয়ে যায়। বরফে পিছল বাসটি নিজে থেকেই গভীর গিরিখাতে পড়ে যায়। বাসটিকে গিরিখাতে জড়িয়ে যেতে দেখে চালক ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। কিন্তু বাসটির ৪ জন যাত্রী মারা যান।

সোশ্যাল মিডিয়ায় এখন এই বাস দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। উদ্ধারকাজ চলছে। এই অঞ্চলে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আরও পড়ুন-Night Club Fire: দেড় হাজার মানুষ থাকা নাইটক্লাবে ভয়বাহ আগুন, ঝলসে হত ৫০

দেখুন কীভাবে বাসটি খাদে পড়ে গেল

সিসি টিভি ফুটেজে প্রাপ্ত ভিডিয়োটিতে দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা বাসটি আচমকা নিজে থেকেই পাহাড় থেকে গড়িয়ে গিরিখাতে পড়ে যাচ্ছে। বাসটি খাদ পড়ার ঠিক আগে চালককে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়।