
North Macedonia Night Club Fire: নাইট ক্লাবে রঙীন একটা রাত কাটাতে গিয়ে জুটল ভয়াবহ রাত। ইউরোপের দেশ নর্থ ম্যাসেডোনিয়ায় চাঞ্চল্যকর ঘটনা। কোসানি-র এক নাইটক্লাবের ভিতর তখন দেড় হাজার মানুষের উপস্থিতিতে চলছে জমজমাট পার্টি। সেই পার্টিতে পারফম করছেন স্থানীয় এক তারকা গায়ক। কিন্তু তাঁর গানের মাঝেই এক ছোট বিস্ফোরণের পরই 'ক্লাব পাল্স' নামের সেই নাইটক্লাবে আগুন ধরা হয়। ক্লাবের ভিতর থাকা কিছু জিনিসে কারণে আগুনের মাত্রা ভয়বাহ আকার ধারণ করে। আগুনের আতঙ্কে একসঙ্গে বহু মানুষ পালানোর চেষ্টা করায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। যারা হুড়োহুড়ির মাঝে ক্লাবের ভিতর থেকে বের হতে পারেননি তারা আগুনে পুড়ে মারা যান।
একের পর এক অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হচ্ছে
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে যায় বেশ কয়েকটি দমকল মেশিন। আগুন পুরোপুরী নেভাতে লেগে যায় ১০ ঘণ্টা। এখনও পর্যন্ত নাইটক্লাবের ভিতর থেকে ৫১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেশীরভাগ দেহই আগুনে পুড়ে বিকৃত হয়ে গিয়েছে। জখমের সংখ্যা শতাধিক।
দেখুন নর্থ ম্যাসেডোনিয়ার নাইট ক্লাবের অগ্নিকাণ্ড
🗞️🚨🗞️TRAGIC DISCO INFERNO: Massive fire engulfs packed North Macedonian venue, 1,500 inside. Roof collapses as flames rage—local prosecutors fear up to 50 dead. Heartbreaking chaos unfolds. pic.twitter.com/VFpoJ8X95p
— NewsDaily🪖🚨🪖 (@XNews24_7) March 16, 2025
দেখুন ভিডিয়ো
🚨51 DEAD & over 100 injured in night club fire tragedy says North Macedonia's Interior Minister
Blaze extinguished by firefighters#Club_Pulse #Kocani #North_Macedonia@RT_compic.twitter.com/iM3jZJB9SJ https://t.co/fVsq7sgV3f
— ⚡️🌎 World News 🌐⚡️ (@ferozwala) March 16, 2025
গ্রেফতার করা হয়েছে নাইট ক্লাবটির মালিককে
কী কারণে এই ভায়বহ অগ্নিকাণ্ড তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই কাণ্ডের জেরে এই অঞ্চলের এক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ক্লাবটিতে অগ্নিকাণ্ড রুখতে সঠিক ব্যবস্থা না রাখায় নাইট ক্লাবটির মালিককে গ্রেফতার করা হয়েছে।