
মুম্বই, ১৬ মার্চঃ বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝে প্রাক্তন স্বামী এআর রহমানকে (AR Rahman) নিয়ে উলটো সুর গাইলেন স্ত্রী সায়রা বানু (Saira Banu)। অডিয়ো বার্তায় সায়রা বললেন, রহমান এবং তাঁর আইনত বিচ্ছেদ এখনও হয়নি। সুতরাং তাঁরা এখনও স্বামী-স্ত্রী রয়েছেন।
আজ রবিবার সঙ্গীত শিল্পী এআর রহমান আচমকাই অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে চেন্নাইয়ের গ্রিমস রোডে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। রহমানের অসুস্থতার খবর ছড়াতেই সঙ্গীত মহলে উদ্বেগ বাড়তে থাকে। দুশ্চিন্তা শুরু হয় ভক্তমহলেও। তবে দুপুরের আগেই হাসপাতাল থেকে ছাড়া পান সুরকার। অ্যাপোলো হাসপাতালের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ডিহাইড্রেশনের (জল বিয়োজন) কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন শিল্পী। তবে নিয়মিত চেক-আপের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
'প্রাক্তন' তকমা শুনতে নারাজ রহমান-পত্নীঃ
AUDIO | "I wish him (A R Rahman) a speedy recovery. I would like to clarify that we haven't divorced officially, and we are still husband and wife. We have separated because my health hasn't been good for the past two years, and I don't want to give him any stress. Therefore, I… pic.twitter.com/bMd27xKYjp
— Press Trust of India (@PTI_News) March 16, 2025
স্বামী রহমানের দ্রুত সুস্থতা কামন করে একটি অডিয়ো বার্তা শেয়ার করেন 'প্রাক্তন' স্ত্রী সায়রা বানু। সেখানে তিনি বললেন, 'আল্লাহর কৃপায় তিনি (এআর রহমান) এখন সুস্থ রয়েছেন। তাঁর খারাপ কিছু হয়নি'। এরপরেই সায়রাকে বলতে শোনা যায়, 'আমাদের আইনত বিচ্ছেদ এখনও হয়নি। তাই আমরা এখনও স্বামী-স্ত্রী। গত দু-বছর ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। আমার জন্যে তাঁর কাজে যাতে কোনরকম প্রভাব না পড়ে সেই কারণেই আমরা আলাদা থাকা শুরু করেছিলাম'। মিডিয়ার কাছে রহমান পত্নী এও অনুরোধ করেন তাঁকে যেন শিল্পীর 'প্রাক্তন স্ত্রী' বলে সম্বোধন করা না হয়।