SpaceX. (Photo Credits: ANI)

Starlink’s High-Speed Internet Set to Reach India via Airtel Partnership: ভারতের টেলিকম বাজারে ঢুকে পড়লেন দুনিয়ার ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। এয়ারটেলের হাত ধরে ভারতে প্রবেশ করল মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক। জনপ্রিয় টেলিকম পরিষেবা সংস্থা এয়ারটেল ঘোষণা করল, ভারতের গ্রাহকদের জন্য স্পেসএক্স-এর সঙ্গে চুক্তি করে স্টারলিঙ্কের হাইস্পিড বা অতি দ্রুত ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। ১০০টি-রও বেশী দেশে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেয় মাস্কের স্টারলিঙ্ক।

এয়ারটেল-স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা

মহাকাশে রেকর্ড সংখ্যক স্পেসএক্সের রকেটের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্টারলিঙ্ক এমন সব জায়গায় দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিতে পারে যা দুনিয়ার প্রায় কোনও সংস্থাই পারে না। কারণ স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা পুরোপুরি স্যাটেলাইট নির্ভর হওয়ায় দুনিয়ার যে কোনও জায়গায় নিরবিচ্ছিন্ন ও দ্রুত পরিষেবা দিতে পারে স্টারলিঙ্ক।

জিও-কে টেক্কা দিতে স্টারলিঙ্ক অস্ত্র এয়ারটেলের

মাস্ককে পাশে পেয়ে এয়ারটেল এবার ভারতে তাদের সবচেয়ে বড় প্রতিযোগী মুকেশ আম্বানির জিও টেলিকম-কে হারাতে ঝাঁপাবে। স্টারলিঙ্ককে পাশে পেয়ে দুর্গম অঞ্চলে ইন্টারনেট পরিষেবা দিতে সুবিধা হবে এয়ারটেল।

সুবিধা কোথায়

স্টারলিঙ্ক পরিষেরা সুবিধা হল এটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ করে দেয়। অ্যামজনের জঙ্গল থেকে আটলান্টিক সমুদ্র কিংবা বিমানে মাঝে আকাশেও ইন্টারনেটের সুযোগ করে দেয় মাস্কের কোম্পানি।

কীভাবে কাজ করে স্টারলিঙ্ক

গ্রাউন্ড স্টেশন থেকে কক্ষপথে থাকা স্যাটেলাইটে সংকেত পাঠানো হয়। তারপর সেটি স্যাটেলাইট থেকে ইউজার টার্মিনালে ওয়্যারলেসভাবে সংকেত পাঠানো হয়। ইউজার টার্মিনাল থেকে রাউটারের মাধ্যমে ডিভাইসে সংকেত পাঠানো হয়।