
ভারতে ডিজিটাল বিপ্লব বেশ গতিতে এগিয়ে চলেছে। কিউ আর কোড পেমেন্ট থেকে অনলাইন পরিষেবা, ডিজিটাল পেমেন্ট ব্য়বস্থায় ভারত গোটা বিশ্বের কাছে বড় উদাহরণ। এরই মধ্যে ভারতে ৫জি টেলিকম পরিষেবা বেশ গতি পেয়েছে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের দাবি, দেশের ৯০ শতাংশ জেলায় ৫জি পরিষেবা চালু হয়ে গিয়েছে। আড়াই বছরের মধ্যে দেশের ৭৭৬টি জেলার মধ্যে ৭৭৩টি-তেই ফাইভ জি টেলিকম পরিষেবা ব্যবহার করা যায়।
ভারতে কোন জায়গায় দাঁড়িয়ে ৫জি পরিষেবা
সবার আগে দেশে কলকাতা সহ কিছু মেট্রো শহরে ৫জি পরিষেবা চালু হয়েছিল। কাশ্মীর ও উত্তর পূর্ব ভারত মিলিয়ে তিনটি জেলা ছাড়া সর্বত্রই ৫জি ব্যবহার হয়। যদিও কিছু জেলার বাসিন্দারা ৫ জি পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতে ২৭ কোটি মানুষ ৫জি টেলিকম পরিষেবা ব্যবহার করেন।
ভারতে ৫জির সাফল্য
99% of districts in India are now 5G enabled: @DoT_India pic.twitter.com/jFE4f8IuKp
— All India Radio News (@airnewsalerts) March 15, 2025
বিশ্বে কতগুলি দেশ ৫জি পরিষেবা ব্যবহার করে
প্রসঙ্গত, বিশ্বের ১৪২টি দেশে ৫জি পরিষেবা চালু রয়েছে। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় প্রথমবার ৫জি টেলিকম পরিষেবা শুরু হয়েছিল। ইন্টারনেট স্পিডের বিচারে 5G এর ইন্টারনেট গতি 4G নেটওয়ার্কের তুলনায় অনেকটাই বেশি। দাবি করা হয়, 5G পরিষেবার গতি ১০ জিবিপিএস বা প্রতি সেকেন্ডে ১০ জিবি ডাউনলোড।
এবার ৬জি-র পালা
এবার ২০৩০ সালের মধ্যে ভারতে ৬জি পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে।