
নয় মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। গত ১৬ মার্চ তাঁদের ফিরিয়ে আনতে ভারতীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে ইলন মাস্কের মহাকাশযান পৌঁছে যায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সমস্ত দোলাচল কাটিয়ে এ বার সুখবর শোনালো নাসা। নাসার তরফে জানানো হয়েছে ৯ মাস মহাকাশের স্পেস স্টেশনে আটকে থাকার পরে মঙ্গলবার অর্থাৎ ১৮ মার্চ পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা এবং বুচ।
Two US astronauts stuck for over nine months on the International Space Station will return to Earth tomorrow.
In a statement, NASA said that Sunita Williams and Butch Wilmore will be transported home with another American astronaut and a Russian cosmonaut aboard a SpaceX Crew… pic.twitter.com/1qmSgrSVpt
— All India Radio News (@airnewsalerts) March 17, 2025
রবিবার নাসার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গীরা ফিরছেন। তাদের আশা, ভারতীয় সময় মঙ্গলবার রাত ৩.২৭মিনিট (GMT ২১টা ৫৭ মিনিট) ( ইংরেজি হিসেবে বুধবার ভোরের মুখে) নাগাদ সুনীতাদের নিয়ে ওই মহাকাশযান নামবে ফ্লোরিডা উপকূলে।নাসার তরফে জানানো হয়েছে, সুনীতাদের ফিরে আসার বিষয়টি লাইভ স্ট্রিমিং করা হবে।