
নয়াদিল্লিঃ আগে রাস্তা চেনার জন্য স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করা হত। কিন্তু এখন রাস্তা অচেনা হলেও, চিন্তা থাকে না। শহর (City)হোক বা শহরতলি, গুগল ম্যাপ(Google Map) অন করে নিলেই সমস্যা মিটে যায়। আর এই গুগল ম্যাপে অন্ধবিশ্বাস করেই বারেবারে বিপদের মুখে পড়ছেন যাত্রীরা। এবার গুগুল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে যাত্রীদের নিয়ে নদীতে পড়ল গাড়ি। সেই সময় গাড়িতে উপস্থিত ছিলেন চালক সহ পাঁচ যাত্রী। গাড়ির জানলা দিয়ে বেরিয়ে কোনওরকমে প্রাণে বাঁচলেন চালক ও যাত্রীরা।
গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে বড়সড় দুর্ঘটনা
ঘটনাটি ঘটেছে কেরলের থ্রিসুরে। রবিবার রাতে গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে নদীতে পড়ে যায় ওই গাড়িটি। প্রাণে বাঁচতে গড়ির জানলা দিয়ে কোনওরকমে বের হন যাত্রীরা। একইভাবে প্রাণে বাঁচেন চালকও। তবে আহত হয়েছেন তাঁরা। চালক স্বীকার করেন, গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়েই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই নদী থেকে গাড়িটিকে উদ্ধারের কাজ চলছে। প্রসঙ্গত, এই ধরনের ঘটনা নতুন নয়। গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে আগেও বিপদের মুখে পড়েছেন অনেকেই। শুধু তাই নয়, দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু মানুষের। তাই এই ই-ম্যাপ ব্যবহারে বাড়তি নজর দেওয়া আবশ্যক বলে মত বিশেষজ্ঞদের।
গুগল ম্যাপ অনুসরণে ফের বিপত্তি, নদীতে পড়ল গাড়ি
VIDEO | Kerala: Five members of a family had miraculous escape when the car they were travelling in fell into a river in Thrissur late last night. The driver of the car reportedly lost his way while using GPS navigation.#KeralaNews
(Full video available on PTI Videos -… pic.twitter.com/9aqLSVQB8O
— Press Trust of India (@PTI_News) March 17, 2025